২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:১৩
ফেব্রুয়ারিতে প্রযোজকের মুখে কে ফোটাবেন হাসি?
খবরটি শেয়ার করুন:

ভালোবাসার মাস ফেব্রুয়ারি। গেল কয়েক বছর ধরে নির্মাতাদের টার্গেট তাই এই মাস। ফাল্গুনের রোমান্টিকতাকে উৎসবে পরিণত করতে জুড়ি মেলে না নির্মাতাদের। এই ফেব্রুয়ারিতেও তারা দর্শকদের উপহার দিচ্ছেন বেশ কিছু আলোচিত ছবি। যে কারণে ফেব্রুয়ারি পরিণত হতে চলেছে নায়কদের লড়াইয়ের মাসে।

চলচ্চিত্র ব্যবসায় মন্দভাব অনেকদিন ধরে। এই মন্দা কেটে যেতে পারে ফেব্রুয়ারিতে। আর এজন্য নায়কদের দর্শকপ্রিয়তার উপর নির্ভর করতে হবে ইন্ডাষ্ট্রিকে। শাকিব খান, বাপ্পি এবং ওম- দুই বাংলার তিন নায়ক নিজেদের ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ফেব্রুয়ারিতে।

শাকিব খান তার ফেভারিট নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে কমেডি ছবি ‘রাজা ৪২০’ উপহার দিচ্ছেন ভক্তদের। কিং খানের অনেক ছবির পরিচালক উত্তম আকাশ ‘রাজা ৪২০’-এর পরিচালক। ‘লাভ ম্যারেজ’ এর পর আরো একটি ছবিতে শাকিব কৌতুকরসে মাতাবেন দর্শকদের। ৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়ে ছবিটি যুদ্ধের ময়দান উন্মুক্ত করবে।

বাপ্পি চৌধুরী ক্যারিয়ারসেরা পারফর্মেন্স নিয়ে আসছেন তার ভক্তদের সামনে এই ফেব্রুয়ারিতেই। অনেকেই মনে করছেন, বাপ্পির ভবিষ্যত নির্ধারণ করে দেবে ১২ ফেব্রুযারি মুক্তি প্রতীক্ষিত ‘সুইটহার্ট’। মিম থাকছেন বাপ্পির পাশে। টিভি পর্দার কোনো দর্শকপ্রিয় মুখের সাথে এই প্রথম কাজ করলেন বাপ্পি। ছবিটির মিউজিক, লোকেশন, টিজার যারাই দেখেছেন, পরিচালক ওয়াজেদ আলী সুমনের প্রশংসা করেছেন।

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে নিজের তৃতীয় ছবি ‘হিরো ৪২০’ নিয়ে ১৯ ফেব্রুয়ারি দর্শকদের অভিবাদন জানাবেন কলকাতার নায়ক ওম। ‘অগ্নি টু’, ‘অঙ্গার’- এর পর ওম কি দর্শক ভোলাতে পারবেন নিজের অভিনয় দিয়ে? ওম নায়িকা হিসেবে পাশে পেয়েছেন নুসরাত ফারিয়া ও রিয়া সেনকে। কলকাতার হিট ডিরেক্টর সুজিত মন্ডল ‘হিরো ৪২০’ এর ক্যামেরার পেছনে। যৌথ প্রযোজনার ছবিটি চললে ওম দাঁড়িয়ে যাবেন ঢাকার নায়কদের শক্ত প্রতিদ্বন্ধী হিসেবে।

এবার দেখার পালা- শাকিব খান, বাপ্পি চৌধুরী এবং ওমে’র মধ্যে কে হাসতে পারেন শেষ হাসি। আর কেইবা প্রযোজকের মুখে এই মন্দা বাজারে ফোটাতে পারেন হাসি।

error: দুঃখিত!