১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:২৬
ফুডজোনে চলছে ‘৩ বাইটস বার্গার চ্যালেঞ্জ’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের সিপাহীপাড়ায় ফুডজোন রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে চলছে ৩ বাইটস বার্গার চ্যালেঞ্জ।

৬০ সেকেন্ড সময়ে ৩ কামরে একটা বার্গার পুরো খেতে পারলে বার্গারটি একদম ফ্রি। অার না খেতে পারলে বার্গারটির দাম দিতে হবে।

ফুডজোনের উদ্যোক্তারা জানিয়েছেন, অফারটি চলবে ০৫ই মে পর্যন্ত। দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত।