৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:৪০
ফলোআপ; মুন্সিগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২১ অক্টোবর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার উত্তর বেতকা থেকে ধর্ষণ মামলার আসামি নাসিরকে গ্রেফতার করেছে টংগিবাড়ী থানা পুলিশ।  

এ নিয়ে ‘আমার বিক্রমপুর’ একটি প্রতিবেদন প্রকাশ করেঃ

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টায় উপজেলার বেতকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উত্তর বেতকা গ্রামের ফালু শেখের ছেলে।  

জানা গেছে, উপজেলার উত্তর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে প্রতিবেশী ফালু শেখের ছেলে নাসির গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ডেকে বাড়ির পাশে সবজির মাচার নিচে নিয়ে যায়। এ সময় ছাত্রীর মুখে চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ছাত্রীর আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। 

টংগিবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, শনিবার (১৯ অক্টোবর) রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে টংগিবাড়ী ধানায় মামলা দায়ের করেন। মামলার পরদিন রবিবার রাতে ধর্ষককে গ্রেফতার করা হয়।  

error: দুঃখিত!