২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
পাকিস্তান পৌঁছেছে নিরাপত্তা পর্যবেক্ষক দল
খবরটি শেয়ার করুন:

বেশ কিছুদিন ধরে নারী ক্রিকেটারদের পাকিস্তান সফর নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। চূড়ান্ত সিদ্ধান্তের আগে একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তানে পাঠানোর কথা বলা হচ্ছিল। অবশেষে পাকিস্তানে পৌঁছেছে সেই পর্যবেক্ষক দল।

৪ সদস্যের এই দলে বাংলাদেশ সরকারের ৩ জন কর্মকর্তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর হোসেইন ইমাম।

করাচিতে ২ দিন থাকার পর লাহোরে আরও ২ দিন পরিদর্শন করে ১০ সেপ্টেম্বর দেশে ফিরবে পর্যবেক্ষক দলটি। পাকিস্তান থেকেও যোগ হবেন আরও একজন। ৫ জনের টিমটি লাহোর ও করাচির বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। তাদের প্রতিবেদনের উপর নির্ভর করছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের বিষয়টি।

প্রসঙ্গত, নিরাপত্তা পর্যবেক্ষণ দলের সবুজ সংকেত পেলে পাকিস্তান সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ সফরে পাকিস্তান মহিলা দলের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা সালমা-জাহানারা-রুমানাদের।

error: দুঃখিত!