পদ্মা সেতু নির্মানে প্রকল্প এলাকায় কর্মরত বিদেশীদের নিরাপত্তায় কোন সমস্যা হবে না। নিরাপত্তা আগেও ছিল এখনো আছে , ভবিৎষতে ও খাকবে । পদ্মা সেতু প্রকল্প এলাকায় থেমে খেমে বেশ কয়েক বার ভাঙ্গা ও সেতু প্রকল্পের যন্ত্রপাতি নদী গর্ভে চলে যাওয়ায় মুল সেতু পিলার পাইলিং ও নদী শাসনের কাজ অক্টোবরে শুরুর কখা খাকলেও নভেম্বরের শুরু হবে ।
তবে পদ্মা সেতুর কাজ ইতিমধ্যে ২৫ ভাগ সম্পূর্ন হয়েছে । আজ মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় কর্মরত বিদেশি ও দেশী কর্মকর্তা ,কর্মীদের সাথে নিরাপত্তা বিষয়ক আলোচনা শেষে ব্রীফিং কালে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই কথা বলেন ।
এসময় মন্ত্রী মহোদয়ের সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক (পি এস এফ)কমন্ডার ৯৯, দেওয়ান আব্দুল কাদের প্রজেক্ট ম্যানেজার ও নিবার্হী প্রকৌশলী পদ্মা বহু মুখী সেতু ,তোফাজ্জল হোসেন , নিবার্হী প্রকৌশলী (পুর্নবাসন ) পদ্মা বহু মুখী সেতু ,মি. লিও প্রজেক্ট ব্যবস্থাপক প্রকৌশলী চায়না মেজর ব্রীজ , ( সিকোরেটি চীফ ) সিনোহাইড্রো ,সহকারী পুলিশ সুপার মোঃ সামুজ্জামান প্রমুখ।