১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:০৩
পদ্মা নদীতে অসংখ্য ডুবোচরে ফেরি চলাচল ব্যাহত
খবরটি শেয়ার করুন:

পদ্মা নদীতে অসংখ্য ডুবোচরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে দেখা দিয়েছে অচলাবস্থা। চরম ভোগান্তিতে ঈদ শেষে রাজধানীমুখী যাত্রীরা। এদিকে, পদ্মার তীব্র স্রোতে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগায় ও ফেরি সংকটে দৌলতদিয়া নৌরুটে যানবাহনের দীর্ঘজট তৈরি হয়েছে।

দেশের ব্যস্ততম কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের নাব্য সংকটে, গত দু’দিনে পদ্মার ডুবোচরে আটকে ছিল ছোট-বড় ছয়টি ফেরি।এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সেইসাথে এই নৌ-রুটের ২০টি ফেরির মধ্যে ছোট পাঁচটি ছাড়া বাকিগুলো বন্ধ থাকায়, ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে অচলাবস্থা।

যাত্রী ও পরিবহন চালকদের প্রশ্ন – সারাবছর ড্রেজিং চলার পরও কেন নাব্য সংকট কাটছে না? বিকল্প পথ দৌলতদিয়া-পাটুরিয়া রুটে যানবাহনগুলোকে চলাচলের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিসি।

এদিকে, মুন্সিগঞ্জ প্রান্তের শিমুলিয়া ঘাটেও প্রায় তিন’শ যানবাহন পদ্মা পারের অপেক্ষায় রয়েছে। তবে এই রুটে ৮৬টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে। অন্যদিকে, পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়া ঘাটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে যানবাহনের দীর্ঘ জট ঘাট এলাকায়।

error: দুঃখিত!