৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:৫০
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মাসেতুতে নির্দিষ্ট লেনে না চলায় ৮ মোটরসাইকেল চালককে জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পদ্মাসেতুতে লেন মেনে না চলায় ৮ মোটরসাইকেল চালককে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

আজ শনিবার সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত পদ্মাসেতুতে অভিযান শেষে সর্বমোট আটজনের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। এর মধ্যে মোটরসাইকেল চালক মো. ইব্রাহিম ও মো. ইসমাইলের নাম জানা গেছে। এরা সবাই পদ্মা সেতুর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের দিকে যাচ্ছিলেন।

মুন্সিগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্দিষ্ট লেন করে দেয়ার পরও অনেকে মানছেন তা। তাই সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক নির্দিষ্ট লেনের বাইরে মোটরসাইকেল চালানোয় সর্বমোট আটকজনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় সেতুর উপর দাড়িয়ে ওই দুই ব্যক্তি ছবি তুলছিলেন। তাদের ধরা যায়নি।

তিনি বলেন, কিছু শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এর মধ্যে শর্ত ছিলো সেতুতে দাড়িয়ে কোন অবস্থাতেই ছবি তোলা যাবে না এবং নির্দিষ্ট লেনের বাইরে যাওয়া যাবে না। কিন্তু তারা শর্ত ভঙ্গ করায় ট্রাফিক আইনে এই জরিমানা করা হয়।

error: দুঃখিত!