১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৫৩
মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, প্রতিবাদে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে মাদ্রাসা কিন্ডার গার্ডেনের পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘আজকেও কি পোষাকের দায় দিবেন?’, ‘এরপর কি আমি?’, এরকম বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে আজ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে ধর্ষণকারীর বিরুদ্ধে এ মাননবন্ধন করা হয়। ধর্ষক মো. হৃদয় হাসান মোল্লা (২২) মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার চর বেশনাল এলাকার মো. আমজাত হোসেন ওরফে কাইল্যার ছেলে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ধর্ষণের শীকার ঐ ছাত্রী সকালে সদর উপজেলার শিলই নানীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে শিলই ব্রীজের কাছে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ধর্ষক হৃদয় মোল্লা ডালিয়ার হাত মুখ চেপে সিএনজি করে নিয়ে যায়। পরে ডালিয়াকে ধর্ষণ করে বিকেল ৪ টার দিকে বেশনাল কবরস্থানে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়।

খবর পেয়ে তার পরিবার তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডালিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করে।

এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ধর্ষককে আটক করে জেলে পাঠায়।

error: দুঃখিত!