মুন্সিগঞ্জ, ৭ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)
বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
শনিবার দুপুর ১টার দিকে শহরের মুন্সিগঞ্জ জেলা শহরে এই কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীতে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, নাজমুল হাসান সোহেল, সুমন দেওয়ান, গজারিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাম্মেল হক, শ্রীনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নিশাদ শিকদার, লৌহজং উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস মোল্লা, সিরাজদিখান উপজেলা সেচ্ছাসেবক লীগের শামীম চঞ্চল চৌধুরী, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম পলাশ, মুন্সিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুর রহমান, মিরকাদিম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেকান্দর হোসেন, গজারিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, লৌহজং উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কুমার দে, সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক মিথুন প্রমুখ।