পৈার প্রতিনিধি: পৌরসভা নির্বাচনে মুন্সিগঞ্জের মিরকাদিমে বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনিত প্রার্থী শহিদুল ইসলাম শাহিনের পক্ষে নৌকা প্রতিকে ভোট দেয়ার অনুরোধ নিয়ে অাজ ২৬ডিসেম্বর দিনভর মিরকাদিমের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণায় নেমেছিলো মুন্সিগঞ্জ জেলা তরুণলীগ।
জেলা তরুণলীগের সভাপতি মিদুল দেওয়ান এর নেতৃত্বে এই প্রচারণায় জেলা তরুণলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হ্রদয়, মিরকাদিম পৌর তরুণলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সিজু সহ স্থানীয় অাওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও তরুণলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা পৌরসভার বেশকয়েকটি ওয়ার্ডে পায়ে হেটে দীর্ঘক্ষন ‘নৌকা’ প্রতীকে ভোট চান। ভোটাররাও তাদের সাথে কুষল বিনিময় করেন।