দলের সেরা দুই তারকা লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ নেই। কিন্তু তাতে কী! নেইমারের গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে কোপা দেলরের সেমিফাইনালে পথে এক ধাপ এগিয়ে গেল বার্সা।
বুধবার স্যান মামেসে স্পানিশ কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাথেলটিক বিলবাওকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। পেশির চোটের কারণে এদিন খেলতে পারেননি মেসি। নির্বাসনের কারণে ছিলেন না সুয়ারেজও।
এর ফলে বার্সার আক্রমণের মুল দায়িত্ব ছিল মুলত নেইমারের কাঁধে। গোল করে দলকে জেতালেন বার্সার ব্রাজিলীয়ান সুপাস্টার। যদিও ম্যাচের প্রথম গোল আসে হাদ্দাদির পা থেকে। ম্যাচের ১৮ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন তিনি। এর ছয় মিনিট পরই ব্যবধান বাড়ান নেইমার।
এর ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লুইস এনরিকের দল। ম্যাচের শেষ দিকে আদুরিসের গোলে ব্যবধান কমায় বিলবাও। কিন্তু তাতে বার্সার জয় আটকাতে পারেনি মোটেও।
ম্যাচের শুরুতে অ্যাথলেতিক সমানে সমান খেলতে থাকলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। গত রোববার লা-লিগায় নিজেদের মাঠ ন্যূ ক্যাম্পে এই অ্যাথলেটিক বিলবাওকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা।