১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:২৪
Search
Close this search box.
Search
Close this search box.
নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়া হচ্ছে- মোল্লাকান্দিতে কল্পনা
খবরটি শেয়ার করুন:

মোল্লাকান্দি ইউনিয়ন ।এ ইউনিয়নে এবার ২জন শক্তিশালী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। একজন হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীগের মনোনীত প্রার্থী মো:রিপন (নৌকা)। অপরদিকে স্বতন্ত্র এবং আ’লীগের বিদ্রোহী প্রার্থী মহসিনা হক কল্পনা (আনারস) প্রতীক নিয়ে। দুজনেই আ’লীগরের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এখানকার তাদের কর্মী-সমর্থদের মধ্যে সৃষ্টি হয়েছে আধিপত্য বিস্তারকে নিজেদের ভোটারদের কাছে শক্তি-সামার্থ প্রকাশ্যে প্রদর্শন করার।

আর সে সুযোগে ইউনিয়নের আসন্ন নির্বাচনে এ দুটি পক্ষ অপর রাজনীতিক দল বিএনপির নেতাকর্মীদের এক প্রকার প্রচ্ছন ভয়-ভীতি দেখিয়ে নিজেদের পক্ষে সর্মথন ও ভোট আদায় করার কৌশলে নেমেছেন বলে এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে।

বর্তমানে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মো: রিপন ( নৌকা) স্বতন্ত্র প্রার্থী মহসিনা হক কল্পনার (আনারস) সর্মকরা কয়েক দফা সংর্ঘষে জড়িয়ে পড়েছেন। এ সংর্ঘষে কমপক্ষে ২০/৩০জন আহত,নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতীক দল গুলোর মধ্যে চরম আতঙ্ক কাজ করছে। তাদের আশঙ্কা এ নির্বাচনকে কেন্দ্র করে ঘুরপাক খেতে পাড়ে বা প্রভাব পড়তে পাড়ে সামাজিক সর্ম্পকের ভেতর।

তবে এ ইউনিয়নের বিএনপির তেমন শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী নেই। থাকলেও মাঠ পর্যায়ে তার এবং ধানের শীর্ষের সমর্থকদের নির্বাচনী প্রচার-প্রচারণায় বা গণসংযোগে দৃশ্যমান দেখা যাচ্ছেনা।

মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহসীন হক কল্পনা (আনারস) এর সঙ্গে মুখোমুখি কথা হলে তার এলাকার বর্তমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন।

মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও মোল্লাকান্দি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহসিনা হক কল্পনা বলেন, “আমার নির্বাচনী পোষ্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, ক্যাম্প ভাংচুর করা হচ্ছে,গণসংযোগে সন্ত্রাসীদের দিয়ে বাঁধা প্রদান করছে নৌকা মার্কার লোকজনরা। এমনকি আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যেও বিভিন্ন স্থান থেকে হুমকি-দমকি দেয়া হচ্ছে। এ পর্যন্ত আমি ৭/৮বার হামলার শিকার হয়েছি।”

তিনি আরো বলেন, “রিপন পাটোয়ারী ও তার আপন ভাই শিপন পাটোয়ারি,কালু এবং ছেন্টু তারাই ইউনিয়নে নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল করে রাখবে বলে প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন। এতে ইউনিয়নের সাধারণ ভোটাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মহসিনা হক কল্পনা বলেন, “মোল্লাকান্দি ইউনিয়নে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। যে বিজয় লাভ করুক তাকেই এখানকার ভোটাররা যোগ্য মনে করেছেন বলে মেনে নেবো। তবে এ নির্বাচনকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়নের নিরীহ ভোটারদের আতঙ্কিত করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ গড়ে তোলা হবে। মোল্লাকান্দি ইউনিয়নের ভোটারা এক সন্ত্রাসী চেয়ারম্যানের বিরুদ্ধে আমাকে প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে দাড়ঁ করিয়েছেন। ভোটাররা ভোটের দিন সুষ্ঠভাবে তাদের ভোট প্রয়োগের অধিকার পেলে আমি নির্বাচিত হবো বলে ও তিনি প্রত্যাশা করেছেন।

অন্যদিকে, আওয়ামীলীগের নেতা শাহ-আলম মল্লিক, স্থানীয় ইউপি’র আওয়ামীলীগ সভাপতি ফরহাদ খাঁন, সারাধন সম্পাদক আজাহার মোল্লাসহ এলাকার সব নেতাকর্মীরা আমার নির্বাচনীর সঙ্গে রয়েছেন। এছাড়াও এই এলাকার বিশিষ্ট শিল্পপতি,সমাজ সেবক শিক্ষাবিদসহ বিভিন্ন পেশাজীবীর সমর্থনও আমার পক্ষে রয়েছে। আমার প্রতিপক্ষ বিগত ৫ বছর মোল্লাকান্দি ইউনিয়নে তেমন কোনো উন্নমূলককাজ করেননি। নিজের আখের গুছিয়েছেন এবং তার পরিবারের লোকজনেরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। এখনো তা অব্যাহত রছেছে।”

বিএনপি সর্ম্পকে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, “বিএনপির ভোটারদের নানা ভয়-ভীতি দেখাচ্ছেন নৌকার প্রার্থী,আমার কাছে সেই খবর রয়েছে।এজন্য পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনারের কাছে প্রত্যাশা করছি তারা যেনো এখানে একটি শন্তিপূর্ণ নির্বাচন উপহার দেন।”

অপর এক প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী মহসিনা হক কল্পনার (আনারস) বলেন, “আমি নির্বাচনে জয়ী হলে এই ইউনিয়নকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করবো। তিনি আরো বলেন,মোল্লাকান্দি ইউনিয়নের ঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫টি। তবে বহিরাগত হুন্ডার-গাড়ির বহর’ই ভোটারদের কাছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে তিনি জোর দাবী জানান।”

error: দুঃখিত!