নিরাপদ সড়কের দাবিতে মুন্সিগঞ্জে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাব চত্বর ও মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো.ফয়সাল বিপ্লব।
নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মুন্সিগঞ্জ প্রেসক্লাব চত্বরে জড়ো হয়ে তাদের কর্মসূচি শুরু করে।
পরে সুপার মার্কেট চত্বরের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ঘিরে থাকে।