মুন্সিগঞ্জ ১৭ নভেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলা সাহিত্যের সবচাইতে আধুনিক বইটি আসছে খুব শীঘ্রই।
“Naila Nayem The Queen of Controversy Part 1 ” শিরোনামে বইটি লিখেছেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির ।
জনপ্রিয় মডেল অভিনেত্রী এবং ডেন্টিস্ট নায়লা নাঈমের ঘটনাবহুল কর্ম ও ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি এই বই। ‘আমার বিক্রমপুর’ এর কাছে এমনটাই দাবি করেছেন লেখক।
নায়লা নাঈমের অনুমতি ক্রমে তার রেকর্ডকৃত বিভিন্ন সময়ের বক্তব্যের ভিত্তিতে রচিত হয়েছে নায়লা নাঈমের জিবনীভিত্তিক বইটি। প্রকাশ করছে “গ্রন্থিক প্রকাশন।
বইটির লেখক আহমেদ সাব্বির জানিয়েছেন, সব ঠিক থাকলে একুশে বই মেলা ২০২০ এ Naila Nayem The Queen of Controversy Part 1 পৌঁছে যাবে পাঠকের হাতে।