এটাকে শুধু নাটক বললেও যে কম বলা হবে! এতটা নাটকীয়তা কি কেউ ভেবেছিল। ম্যাচে মোট গোল হলো ৯টি। খেলা ১২০ মিনিটের। এরপরই কাংখিত জয়টি হাতে এলো বার্সেলোনার। সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে বছরের চতুর্থ শিরোপা উয়েফা সুপার কাপ জিতে নিল লিওনেল মেসিদের বার্সেলোনা।
উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফি আর ইউরোপা লিগের দুই চ্যাম্পিয়নকে নিয়েই অনুষ্ঠিত হয় উয়েফা সুপার কাপের খেলাটি। একটি মাত্র ম্যাচ। তাতেই শিরোপা নির্ধারণ। এবারের দুই লিগেরই চ্যাম্পিয়ন দুই স্প্যানিশ দল বার্সেলোনা এবং সেভিয়া। যদিও দু’দলকেই খেলতে হয়েছে গিয়ে জর্জিয়ায়।
শুরুতেই কিন্তু এতটা চমক ছিল না। দেখেই মনে হচ্ছিল যেন ম্যাচটা এক তরফাভাবে বার্সেলোনাই জিততে যাচ্ছে। কারণ, ক্লাবের জার্সিতে সেই পুরনো চেহারায় মেসির আবির্ভাব, ভক্তদের মুখে হাসিই ফোটাচিছল।
কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে প্রবল প্রতিরোধে ঘুরে দাঁড়ায়, তেমনি ঘুরে দাঁড়িয়েছে সেভিয়াও। যেভাবে ব্যবধান ছিল ৪-১, সেখান থেকে নির্ধারিত ৯০ মিনিটের আগেই ৪-৪ করে ফেলে সেভিয়া। নাটকটা বেশ জমে গেল। এরপর খেলা গড়াল অতিরিক্ত আধ ঘণ্টায়।
নির্ধারিত ৯০ মিনিটে ৮টা গোল হয়ে গেলো। কিন্তু অতিরিক্ত সময়ে এসে এবার যেন গোল খরা। কেউই জাল খুঁজে পাচ্ছে না। অবশেষে বার্সার ত্রাতা হলেন পেদ্রো। মাচেরানোর পরিবর্তিত হিসেবে নেমেছিলেন অতিরিক্ত সময়েই। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে, অথ্যাৎ ১১৫ মিনিটে গোল করলেন তিনি। তাতেই বার্সার জয় চলে এলো ৫-৪ ব্যবধানে।