১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:০৪
‘ধর্ষণ রোধে আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় ধর্ষণের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নেয়া বক্তারা বলেছেন, ‘ধর্ষণ রোধে আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই’।

আজ বুধবার সকালে হাঁসাড়া আদর্শ মার্কেটের সামনে ‘মজলুমের কণ্ঠস্বর ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে-এই কর্মসূচিতে শিক্ষার্থী, সমাজকর্মী, অভিভাবক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্ষণের মতো নৃশংস অপরাধ বন্ধ করতে হলে দ্রুততম সময়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

তারা বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকায় দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে। তাই ধর্ষণবিরোধী আইন আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে।’

error: দুঃখিত!