বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) নতুন রূপ দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল। পুরনোরাও এবার টাকা শোধ করে চলেছে। অনেকে আবার আশ্বাস দিচ্ছে, টাকা শোধ করে দেবে। তাদেরকে যেন সুযোগ দেওয়া হয়।
এসব কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
তিনি জানিয়েছেন, পুরনো ফ্র্যাঞ্চাইজিদের চুক্তি বাতিল করা হলেও, এরই মধ্যে রংপুর রাইডার্স ও সিলেট রয়্যালস বকেয়া শোধ করেছে। অনেকে আবার আশা দিচ্ছে, টাকা শোধ করে দেবে। তাদেরকে সুযোগ দেওয়া হোক।
তিনি বলেন, ‘রংপুর ও সিলেট তাদের বকেয়া পরিশোধ করেছে। সিলেট তাদের বকেয়া এক কোটির সঙ্গে সঙ্গে ৩০ আগস্টের মধ্যে আসন্ন বিপিএলের জন্য ব্যাঙ্ক গ্যারান্টিও দিতে চেয়েছে এক কোটি টাকা।’
তবে অন্যান্য পুরনোদের সুযোগ দিতে চাননা সিনহা। বললেন, ‘কোন কোন পুরনো ফ্র্যাঞ্চাইজি বলছেন তারা কিস্তির মাধ্যমে বকেয়া টাকা শোধ করবেন। তাদেরকে যেন আবারো সুযোগ দেওয়া হয়। কিন্তু যারা গত দুইবছরেও বিপিএলের টাকা দেয়নি, তাদেরকে বিশ্বাস কিভাবে করি?’
সিনহা জানিয়েছেন, বিপিএলের পুরনো ফ্র্যাঞ্চাইজিদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
দুই বছর বন্ধ থাকার পর আসছে নভেম্বরে শুরু হচ্ছে বিপিএলের তৃতীয় আসর। তবে গত দুই আসরের অর্থ কেলেঙ্কারির কারণেই এবার পুরনোদের চুক্তি বাতিল করেছে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল। অন্যান্য বিষয়েও আনা হয়েছে বড় পরিবর্তন।