৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:৫৬
দাবি আদায়ে ৫ ঘন্টা মুক্তারপুর সেতু বন্ধ করে আন্দোলন, ভোগান্তিতে ক্ষুব্ধ মানুষ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ৬ দফা দাবিতে প্রায় ৫ ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

এসময় চরম ভোগান্তিতে পড়েন নাগরিকরা। পায়ে হেটে সেতু পার হতে দেখা যায় বয়োজ্যেষ্ঠ নাগরিক, অসুস্থ ও নারীদের। এসময় আটকা পড়ে কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুক্তারপুর সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে সড়ক অবরোধ করে বসে পড়েন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের কাছাকাছি অবস্থান নিলেও কার্যত কোন ভূমিকায় দেখা যায়নি সেনাবাহিনী ও পুলিশকে।

সড়ক বন্ধ করে এমন আন্দোলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাধারণ নাগরিকরা।

আন্দোলনকারীরা বলেন, এর আগেও তারা ৬ দফা দাবি নিয়ে আন্দোলন করেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাস পেলেও এখনো মেনে নেয়া হয়নি সেই দাবি। তাই আজ দেশের বিভিন্ন প্রান্তের সাথে সামঞ্জস্য রেখে আন্দোলনে নেমেছেন তারা।

আন্দোলনকারীদের সড়ক অবরোধ কর্মসূচি তুলে নিতে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনার চেষ্টা করলেও তাতে সাড়া পাওয়া যায়নি শিক্ষার্থীদের পক্ষ হতে।

সড়কের উপর দাড়িয়ে যোহরের নামাজ আদায় করতেও দেখা যায় কয়েকজন শিক্ষার্থীকে।

প্রায় ৪ ঘন্টা পর বিকাল সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কতৃক সড়ক অবরোধের খবর শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং তারা দাবি মেনে নিতে সম্মত হয়েছে এমন খবর পেয়ে আন্দোলন প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।

এসময় তারা দ্রুত দাবি আদায় না হলে পুনরায় সড়ক অবরোধের হুশিয়ারি দেন।

error: দুঃখিত!