২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ২:৩৯
দলকে জেতাতে পারলেননা অাশরাফুল
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত ক্লেমন মোতালেব পাটুয়ারি টি-২০ গোল্ডকাপ টুর্নামেন্টে শনিবার সকাল ৯.০০টায় মিরকাদিমে অাজিম ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামেন জাতীয় দলের সাবেক খেলোয়ার মোহাম্মদ অাশরাফুল।

লার্ন ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাট করতে নেমে ১৬৫ রান সংগ্রহ করে। আশরাফুল ২ ওভার বল করে ২০ রান দেন কোন উইকেট ছাড়াই।

জবাবে আশরাফুলের দল আজিম ক্রিকেট একাডেমী ১৮.৫ ওভারে ১২৬ রানে অল আউট হয়ে যায়। আশরাফুল ৪ বলে ৯ রান সংগ্রহ করেন।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন লার্ন ক্রিকেট একাডেমীর সেতু। তিনি ৩৮ বলে ৭০ রান করেন।

error: দুঃখিত!