২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:৫৫
থানায় জিডি শবনম ফারিয়ার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)

গতকাল (৩ সেপ্টেম্বর) পল্টন থানায় মেহেদী হাসান ফরহাদ নামে একজনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তিনি। তার করা জিডির নম্বর ১৮৮।

শবনম ফারিয়া বলেন, “গত কয়েকদিন ধরে তার ফেসবুকে আজেবাজে কমেন্টস আসছে। এছাড়া মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি ফেসবুক আইডি থেকে ‘মেনস ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা’ অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করা হয়। এর সঙ্গে যুক্ত করে দেওয়া হয় আমার ব্যক্তিগত ফোন নম্বরটিও।”

“এরপর থেকে অনবরত বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসছে আর হুমকি দেওয়া হচ্ছে” উল্লেখ করে তিনি আরো জানান, “এমন সব ঘটনার কারণে বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি।

error: দুঃখিত!