মুন্সিগঞ্জ, ১৮ জুলাই, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পদ্মা নদীতে পানির তীব্র স্রোতে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুট সকল ধরণের ফেরী চলাচল বন্ধ রয়েছে।
শিমুলিয়া ঘাট কতৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর থেকে কয়েকটি ফেরী শিমুলিয়া থেকে কাঠালবাড়ির উদ্দ্যেশ্যে ছেড়ে গেলেও তা গন্তব্যে পৌছাতে পারেনি। সকাল ১০টা থেকে পুরোপুরি বন্ধ রয়েছে ফেরী চলাচল। ফেরী চলাচল বন্ধের কারণে শিমুলিয়া ও কাঠালবাড়ি ২ঘাটে পারের অপেক্ষা আটকা পরেছে ১হাজার অধিক ছোটবড় যানবাহন ।
এতে চরম ভোগান্তিতে পরেছে যাত্রী ও পন্যবাহী যানবাহনের শ্রমিকরা।
বিআইডাব্লিউটিসির কাঠালবাড়ি ঘাটে ম্যানেজার আব্দুল আলিম জানান, তীব্র স্রোতের কারণের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা ৪টি রোরো ফেরি কাঠালবাড়ি পৌছাতে পারেনি। ঘাটে পারের অপেক্ষায় ৪শতাধিক যানবাহন রয়েছে। তাদেরকে পাটুরিয়া ঘাট হয়ে পারের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিআইডাব্লিউটিসির মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়াত আহমেদ জানান, তীব্র স্রোতে গত ১০-১২দিন যাবতই সমস্যা হচ্ছে। শিমুলিয়া ঘাটে ৬শতাধিক যানবহান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া ছাড়া নতুন করে আর ফেরী ছাড়া হবে না।