১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৪:৫৬
তারকাদের নানা শর্ত
খবরটি শেয়ার করুন:

কারও পছন্দ হয়না চিত্রনাট্য, কেউবা পর্দায় ঘনিষ্ঠ হতে রাজি নন – তারকাদের নানা শর্তের কারণে অনেক সময়ই বিপাকে পড়তে হয় নির্মাতাদের।

মুম্বাই সিনেপাড়ায় যেখানে নবাগত শিল্পীরা নির্মাতার দেওয়া নগ্নতার শর্ত মেনে নিচ্ছেন, সেখানে প্রতিষ্ঠিত তারকাদের শর্ত মানতে গিয়ে নাকাল হতে হচ্ছে পরিচালক-প্রযোজকদের।

চিত্রনাট্য কিংবা নিজের চরিত্র নিয়ে পরিচালকের সঙ্গে বনিবনা হয় না অনেক তারকারই। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে অভিনেতা আক্শায় খান্নার সঙ্গে। তিন বছর বিরতি শেষে নির্মাতা রোহিত ধাওয়ানের অ্যাকশন-কমেডি ‘ঢিশুম’-এর মাধ্যমে পর্দায় ফেরার কথা রয়েছে তার। কিন্তু শোনা যাচ্ছে, আক্শায়কে নিয়ে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে রোহিতকে।

ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, নেতিবাচক চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না আক্শায়। অনেক কষ্টে তাকে রাজি করানো গেলেও এরপর তিনি দাবী করেন চিত্রনাট্যে পরিবর্তনের।

মাঝপথে ফিরে যাওয়া

কয়েক সপ্তাহ আগের ঘটনা। সবাইকে মোটামুটি অবাক করে দিয়ে ‘ফিতুর’ থেকে বিদায় নেন অভিনেত্রী রেখা। কারণ, সিনেমার পুরো কাজ শেষ কেোর পর নিজের চরিত্রটি আর পছন্দ হয়নি। শেষমেশ অভিনেতা অভিষেকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন টাবু।

পর্দায় চুমু নয়

চরিত্রের প্রয়োজনে চুম্বন দৃশ্যে অভিনয় করতে অনেক শিল্পীকেই। কিন্তু এতে বাধ সেধেছেন বলিউডের প্রথম সারির বেশ কয়েকজন তারকা। অভিনেত্রী সোনাক্শি সিনহার কথাই ধরা যাক, কেবল চুম্বন দৃশ্যই নয়, কোনো ধরনের ঘনিষ্ঠ দৃশ্যেই অভিনয় রাজি নন এই তারকা।

এ নীতিতে অটল সোনক্শির ‘দাবাং’ সহশিল্পি সালমান খানও। শক্ত করে বলে দিয়েছেন পরিচালকদের, কোনো ধরনের অশালীন দৃশ্যে কাজ করবেন না তিনি। সালমানের মতে, তার সিনেমা সাধারণত পরিবারের সবাই মিলে দেখে। আর তাই বলিউডের ‘বাজরাঙ্গি ভাইজান’-এর সিনেমায় কোনো অন্তরঙ্গ দৃশ্য থাকা চলবে না। এছাড়া সালমান জানান, নিজের মায়ের সামনে ‘লজ্জিত’ হবেন, এমন কোনো দৃশ্যে কাজ করতে চান না তিনি।

এই তালিকায় আরও আছেন কারিনা কাপুর খান। বিয়ের আগে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করলেও সাইফ আলি খানের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে সতর্ক হয়ে গেছেন তিনি। সাফ জানিয়েছেন, পর্দায় আর কোন অন্তরঙ্গ দৃশ্য নয়।

বলিউডে সাফল্য পাওয়া হাতে গোনা কয়েকজন পাকিস্তানি তারকার মধ্যে অন্যতম আলি জাফর। তিনি বলেন, খ্যাতির পাশাপাশি নিজ দেশে তার ইমেজও ধরে রাখতে চান তিনি। তাই কোনো ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করবেন না আলি।

সবার জন্য সমান

সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান ‘সাত্যামেভ জায়াতে’তে কাজ করার আগে আমির খান শর্ত দিয়েছিলেন, যেন ভারতের সবগুলো নেটওয়ার্কে প্রচার করা হয় এই অনুষ্ঠানটি। বিশেষ করে গ্রামাঞ্চলে, যেখানে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যায় না, সেখানকার দর্শকের জন্য অনুষ্ঠানটির প্রচার নিশ্চিত করেন আমির।

ব্যাতিক্রম যারা

পর্দায় চুমু খাওয়ার দৃশ্যে কাজ না করার শর্ত আছে শাহরুখ খানেরও। কিন্তু ২০১২ সালে মুক্তি পাওয়া তার সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর জন্য এই নিয়ম কিছুটা শিথিল করেন তিনি। তার ভাষ্যে, চরিত্রের প্রয়োজন অনুযায়ী তখন চুমুর দৃশ্যটি থাকা দরকার ছিল।

রবিবার শুটিং করেন না নায়ক আক্শায় কুমার। কিন্তু মাঝে মাঝেই তাকে দেখা গেছে এই নিয়ম ভাঙতে। ২০০৬ সালে নির্মাতা প্রিয়দর্শনের সিনেমা ‘ভাগাম ভাগ’-এর জন্য রবিবারেও শুটিং করেছিলেন তিনি। এরপর ২০১৩ সালে ‘ওয়ান্স আপঅন এ টাইম ইন মুম্বাই দোবারা’ এবং মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা ‘ব্রাদার্স’-এর জন্যেও ছুটির দিনে কাজ করেছেন এই অভিনেতা।