ঢাকা-মাওয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হাড়িয়ে বিআরটিসির ঢাকাগামী একটি বাস (নরসিংদী ০২-০০০৬) রাস্তার পাশে স্থানীয়ও পথচারীদের চাপা দিলে রহমান (৭০) নামের ১জন নিহত ও ৩জন গুরুত্বর আহত হয়েছে।
রবিবার সকাল ৯টায় মহাসড়কের শিমুলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গুরত্বর আহত অবস্থায় আহত তিনজন মোঃ মনির(৩২), মোঃ কালাম (৩৫) ও মোঃ সোবহান (৪১) কে রাজধানীর পঙ্গু হাসপাতালে। পদ্মাসেতু প্রকল্পের রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা সেনাবাহিনীর গাড়িতে তাদের দ্রুত ঢাকা নেওয়া হয়। দূর্ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিমুলিয়া ঘাট হতে ঢাকা যাচ্ছিলো বাসটি, ছেরে আসার কিছু সময় পরই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পথচারীদের চাপা দেয়।
লৌহজং থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, সকালে শিমুলিয়া এলাকায় বাসচাপায় নিয়ন্ত্রণ হাড়িয়ে দোকানদার ও স্থানীয় ৪জনকে চাপা দিলে ঘটনাস্থলেই ১জন নিহত হন। ১জন আশংকাজনক সহ বাকি ৩জনকে হাসপাতালে প্রেরণ করা হয়ে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। বাসটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।