২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৩২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফুটওভার ব্রীজের দাবিতে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

“ফুটওভার ব্রীজ করতে আমরা কি আরো একটা লাশের অপেক্ষায় থাকবো?” এই স্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা সড়ক এলাকা পারাপারের মরণফাঁদ হিসেবে চিহ্নিত করে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা নামক সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার ৩শতাধিক মানুষ।

এসময় রাস্তা পারাপারে সকল প্রকার দূর্ঘটনা এড়াতে অনতিবিলম্বে ফুটওভার ব্রীজ নির্মাণের জোর দাবী জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা সড়ক পারাপারের সময় দূর্ঘটনার শিকার হয়ে বেশ কয়েকজন পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটে।

মানববন্ধনে ২১শে আগস্ট নিমতলায় প্রাইভেটকার চাপায় নিহত অনিক শেখের পিতা মো. আবুল হোসেন বলেন, গত পরশুদিন আমার ছেলে এই রাস্তা পাড়াপার হতে গিয়ে নিহত হয়েছে। আমি চাই না আর কারো মায়ের বুক খালি হোক। তাই অতি তারাতারি যেন ফুটওভার ব্রীজ করা হয় আমরা এই দাবিতেই মানববন্ধন করেছি।

error: দুঃখিত!