ধারের টাকা নিয়ে ঝগড়ার জেরে রাজধানীর বংশালে আপন ভাইয়ের হাতে খুন হয়েছেন এক নারী।
নিহত আসমা আক্তার (৫০) ওই এলাকার হাজী জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে আসমার ছোটভাই আকবর হোসেনকে (৩৫) পুলিশ খুঁজছে।
ঘটনার সময় গৃহকর্মী মাহি (১৮) ছাড়া বাসায় কেউ ছিল না। আসমার স্বামী জাহাঙ্গীরও বাইরে ছিলেন বলে আসাদুজ্জামান জানান।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, “সকাল ৯টার দিকে আকবর বোনের বাসায় গেলে টাকা লেনদেন নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে আকবর বোনের গলা চেপে ধরলে হুড়োহুড়িতে আসমা খাট থেকে পড়ে যান। বাড়ির গৃহকর্মী এই দৃশ্য দেখে চিৎকার করলে আকবর দৌড়ে পালিয়ে যান।”
ভবনের অন্য বাসিন্দারা আসমাকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে আসাদুজ্জামান জানান।
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, “আকবর বিভিন্ন সময় বোনের কাছ ব্যবসার জন্য টাকা নিয়েছিলেন। বুধবার তিনি আবারও টাকা চাইলে আসমা আগের টাকা ফেরত চান এবং এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়।”
এরই এক পর্যায়ে আকবর বোনের গলা চেপে ধরেন বলে পুলিশকে জানিয়েছেন ওই বাসার গৃহকর্মী।