২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
টঙ্গীবাড়ীতে মসজিদ ও স্কুল সহ ২০ বসতবাড়ি পদ্মায় বিলীন
খবরটি শেয়ার করুন:

শেখ রাসেল,টঙ্গীবাড়ী : উজান থেকে নেমে আসা ঢলের পানির তীব্র স্রোতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণে কয়েকটি গ্রামে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে ।গত কয়েক দিনের পদ্মার করাল গ্রাসে একটি প্রাথমিক বিদ্যালয় ,একটি মসজিদ ও প্রায় ২০ টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে ।

গত মঙ্গলবার রাতে বড়াইল সরকারী প্রথমিক বিদ্যালয়ের ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর খোলা মাঠে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ।কামারখাড়া ইউনিয়নের বাঘবাড়ী ,বড়াইল ,চোসার ও হাসাইল বানারী ইউনিয়নের কিছু অংশে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে ।

পদ্মার ভাঙ্গনে ভুক্তভোগী পরিবার গুলো জানায় ,যথাযথ সরকারী সাহায্য সহযোগীতা না পেয়ে হতাশ তারা ।পানি বৃদ্ধি ও পদ্মার ভাঙ্গনে পরিবার গুলো মানবেতর জীবন যাপন করছে ।

error: দুঃখিত!