৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:১৩
টঙ্গীবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর সত্যেন সেনের স্মারকগ্রন্থ প্রদান
খবরটি শেয়ার করুন:

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গত ১০ অক্টোবর ২০১৫ তারিখে মুন্সীগঞ্জ জেলা উদীচী শাখার ৫ জনের একটি দল নিয়ে সোনারং পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রের পাঠানো সত্যেন সেনের দুটি স্মারকগ্রন্থ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা এবং ছাত্র/ছাত্রীদের প্রদান করেছে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকদের সাথে “উদীচী” এবং “সত্যেন সেন” নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া স্থানীয় সাংস্কৃতিক লোকজনের সাথে টঙ্গীবাড়ীতে উদীচীর শাখা গঠনের জন্য আলোচনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠী সাধারণ সম্পাদক হামিদা খাতুন, টঙ্গীবাড়ী প্রেস ক্লাব সভাপতি এডভোকেট ব.ম শামীম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ঢালী, টঙ্গীবাড়ী প্রেস ক্লাব সহ-সভাপতি ডিএম বেলায়েত শাহীন, বিশিষ্ট সংগীত শিল্পী শিশির রহমান সংগীত শিল্পী সালেহ উদ্দীন বাবুল, উদীচী সদস্য বিপু প্রমূখ।

error: দুঃখিত!