১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:১৮
Search
Close this search box.
Search
Close this search box.
টঙ্গীবাড়ীতে আওয়ামীলীগ নেতার পুজা মন্ডপ পরিদর্শন
খবরটি শেয়ার করুন:

শেখ রাসেল, টঙ্গীবাড়ী প্রতিনিধি: সোমবার রাতে টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী (চারন কবি মুকুন্দ দাসের জন্মস্থান) হাসাইল বানারী ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হাওলাদার স্থানীয় একাধিক পুজা মন্ডপ পরিদর্শন করেন ।

এসময় তিনি বলেন, ধর্ম যার যার আনন্দ সকলের, হিন্দু ধর্মে বলা আছে হিংসা, নাশকতা ও সব অন্যায় অপকর্মের প্রতীক অসুরের নিধন সাধন করেন মানব সমাজে শান্তি শৃঙ্খলা ও স্বন্তি আনেন মা দুর্গা। কোন ধর্মেই হিংসা, নাশকতা, স্বার্থ বিরোধী কার্যক্রম সমর্থন করেনা।

তিনি এসময় আরো বলেন, বাংলাদেশে আজ হিংসা বিদ্বেষ, রাহাজানি,নাশকতা, মাদকতা ও অন্যায় ভরে গেছে এর জন্য ধর্মীয় অনুশাসনের বিকল্প নাই। আমি সব সময় আপনাদের ধর্মীয় পুজা প্রাবনে অংশ গ্রহণ করতাম। আমাদের এলাকায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা একে অপরের বন্ধু, আমাদের পরস্পর সমপ্রীতি আগামীতে আরো শক্তিশালী হবে এবং অটুট থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,মনিরুল ইসলাম মন্টু বেপাড়ী ,মুক্তিযোদ্ধা হালিম শেখ .পরিমল মাস্টার ,ঈদ্রিস মেম্বার ,স্বপন পাল ,অগ্রগামী সংসদের অন্যতম সংগঠক সুমন প্রমুখ।

error: দুঃখিত!