শেখ রাসেল, টঙ্গিবাড়ী উপজেলা প্রতিনিধি: আজ শনিবার সকালে টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের ,পয়সাগাঁও ইয়াছিন ফকিরের বাড়ীর সামনে একটি বেবী টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পরে যায় ।গাড়ীতে নারী ও শিশু সহ নয় জন যাত্রী ছিল ।ঘটনায় প্রায় সকলেই আহত হয় ।
এলাবাসী তাদের উদ্ধার করে । আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে ।স্থানীয়রা জানান ,অল্পের জন্য রক্ষা পেয়েছে তাঁরা ।এ যেন নতুন জিবন ফিরে পাওয়া ।এলাকাবাসীর অভিযোগ কামারখাড়া থেকে হাসাইল বাজার যাওয়ার একমাত্র রাস্তা এটি। যথাযথ ভাবে রাস্তাটি সংস্কার না করার কারনে বেহাল অবস্থায় পতিত হয়েছে ।তাদের অভিযোগ ,আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সব সময় ঢাকা গিয়ে থাকেন ।এলাকায় খুব কম ই আসেন ।যখন ই আসেন তখন বিয়ে শাদীর দাওয়াত খাওয়া ও বিচার কার্যে ব্যস্ত সময় পার করেন ।
উল্লেখ্য গত তিন বছর ধরে এই প্রতিবেদক কামারখাড়ার রাস্তাটি নিয়ে একাধিকার প্রতিবেদন করেন ।স্থানীয়দের দাবী অতি দ্রুত পদক্ষেপ নিয়ে এই রাস্তার সংস্কার করা হবে, এটাই তাদের চাওয়া ।