মুন্সিগঞ্জ, ২ ফেব্রুয়ারি, ২০২০, মাহবুব আলম জয় (আমার বিক্রমপুর)
নদী ভাঙ্গন কবলিত এলাকা মুন্সিগঞ্জের টংগিবাড়ীর হাসাইলে সবুজ কুঁড়ি বাংলাদেশ টংগিবাড়ী কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় দুপুরে ২টায় শিলপড়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা গাছ বিতরণ করা হয়।
এ সময় সবুজ কুঁড়ি টংগিবাড়ী উপজেলা কমিটির সভাপতি শিলপড়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান রাহাতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, সবুজ কুঁড়ি টংগিবাড়ী উপজেলা সহ সভাপতি সাংবাদিক মো: তুহিন, সাধারণ সম্পাদক মোঃ এবাদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক হাসান, কোষাধ্যক্ষ সোহাগ গোলদার, প্রচার সম্পাদক মো: ইমন, বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নেকবর মেলকার প্রমুখ।