১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৯:০৯
Search
Close this search box.
Search
Close this search box.
টংগিবাড়ীতে ভোক্তা অধিকারের বাজার তদারকি, জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ মে, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে প্রথম দিন থেকেই মুন্সিগঞ্জে বাজার মনিটরিং শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) সকালে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাও বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক, আসিফ আল আজাদ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এসময়, মূল্য তালিকা প্রদর্শন না করায় সাত্তার স্টোর কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় এক হাজার টাকা ও বেশি দামে পণ্য বিক্রি করায় মৃধা স্টোর কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় এক হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোর্ত্তীর্নের তারিখ এবং মূল্য উল্লেখ না থাকায় আসলাম সুইটসকে ৩৭ ধারায় দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এবং মেয়াদোর্ত্তীর্ন ও তারিখবিহীন ঔষুধ বিক্রি করায় ফারজানা ফার্মেসিকে ৩৭ ধারায় দুই হাজার টাকা জরিমানা সহ সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত স্টিকার, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

বাজার অভিযানে সহযোগিতা করেন টংগিবাড়ী উপজেলার স্যাসেটারি ইন্সপেক্টর, আনোয়ার ইসলাম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক, জনাব আসিফ আল আজাদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

error: দুঃখিত!