মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ইমামদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় টংগিবাড়ীতে ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ২৪ জন সদস্যদের মাঝে প্রত্যক সদস্যকে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন, মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টংগিবাড়ী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র মাস্টার ট্রেইনার মুফতি সরওয়ার হোসাইন, টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকাদার, মুন্সিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোস্তফা কামাল, টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, সোনারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নবীন কুমার রায় এবং সদস্য মোফাজ্জল হোসেন।