মুন্সিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির কর্মকর্তা বৃন্দসহ জেলায় কর্মরত প্রায় সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা।
রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে অাধুনিক ও সাবলীল সমাজ গঠনে ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুন উর রশিদ, প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদ, সাধারন সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬০ জন সাংবাদিক।