জেল হত্যা দিবসে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতা, সাবেক উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের হত্যাকাণ্ডের স্মৃতি স্বরণার্থে বাংলাদেশ অাওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ অাসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এর নেতৃত্বে মুন্সিগঞ্জ জেলা শহরে অাজ এক শোক র্যালী ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিপুলসংখ্যক লোকের উপস্থিতি ছিলো।
শোক র্যালীটি সকাল ১০ টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
বক্তব্যকালে তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ অাগষ্ট ও ৩রা নভেম্বর একই সূত্রে গাথা। জাতীয় ৪ নেতার নীতিতে অটল থাকার যে শিক্ষা জাতীর মাঝে রেখে গেছেন সেটা অনুসরণ করে অাগামী জাতীয় সংসদ নিবাচনে পুনরায় শেখ হাসিনাকে বিজয়ী করে তুলতে হবে। এর ব্যতিক্রম ঘটলে সেই অপশক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে। যা বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্থ করবে’
এসময় অারও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের অাহবায়ক অাল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, অামরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম জেলা তরুণলীগের সভাপতি মিদূল দেওয়ান, পৌর কাউন্সিলর জাকির হোসেন, মকবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য অাপন দাস, শ্রমিকলীগ অাঞ্চলিক শাখার সভাপতি অাবুল কাশেম, পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য জাহিদ হাসান, ইউপি সদস্য রুবেল সরদার, শহিদুল ঢালী প্রমুখ।
ভিডিওঃ