আসন্ন মিরকাদিম পৌরসভা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মিরকাদিম পৌরসভার বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী শহিদুল ইসলাম শাহিন।
আজ বৃহস্পতিবার শহিদুল ইসলাম শাহিন ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য জানান।
শাহিন বলেন, আওয়ামী লীগের প্রার্থী হয়ে যেহেতু গতবার নির্বাচন করেছি। এছাড়া আওয়ামী লীগের কর্মী হিসেবে আমার একটি পরিচয় রয়েছে। সবদিক বিবেচনা করে আমি দলের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারি না।
শাহিন নির্বাচনের আগে বিভিন্ন সভা-সেমিনারে বরাবরই বলেছেন, যে কোন মার্কা নিয়ে নির্বাচন করলেই তিনি জিতবেন। কারণ, তার ব্যক্তিগত ভোটব্যাংক রয়েছে।
শহিদুল ইসলাম শাহিন মিরকাদিম পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র। প্রথমবার তিনি স্বতন্ত্র পার্থী হিসেবে নির্বাচনে জিতেন। পরেরবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নির্বাচনে অংশ নেন তিনি।
এরপর মুন্সিগঞ্জ সদরে আওয়ামী লীগের বিবদমান গ্রুপিং রাজনীতিতে নায়ক থেকে ভিলেন বনে যান শাহিন। এতেই আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হন তিনি।
আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে মিরকাদিম পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।