শেখ রাসেল,টঙ্গিবাড়ী প্রতিনিধি:
সদা হাস্যোজ্জল, এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ইমতিয়াজ হোসেন ইমরান খালাসী ক্লিন ইমেজের অধিকারী মেধাবী ও ত্যাগী ছাএলীগ নেতা ।
বানারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যায়নরত থাকা অবস্থায় বাংলাদেশ ছাএলীগের রাজনীতিতে প্রবেশ করেন তিনি।
নানাবিধ সমাজকল্যাণ মূলক কর্মকান্ডে জড়িত থাকার সুবাধে খুব অল্প সময়ের মধ্য সিনিয়র আওয়ামীলীগ কতিপয় নেতার নজরে পড়েন । যথাযথ যোগ্যতা থাকার সুবাদে হাসাইল বানারী ইউনিয়ন ছাএলীগের সিনিয়র সহ সভাপতি পদ লাভ করেন ।
পরবর্তীতে টঙ্গিবাড়ী উপজেলা ছাএলীগ কমিটির আইন বিষয়ক সম্পাদক মনোনিত হন ।এছাড়া হাসাইল বাজারে অবস্থিত সমাজকল্যাণ মূলক সংগঠন আলোকিত তরুণ প্রজন্মের তিনি প্রতিষ্ঠাতা সাধারাণ সম্পাদক ।
খুব অল্প সময়ের মধ্য তাঁর নানাবিধ ভাল কর্মকান্ডের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে । মুন্সিগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজে অধ্যায়নরত অবস্থায় তিনি ছাএলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন । তারুণ্যের অধিকারী ছাএলীগ নেতা ইমতিয়াজ হোসেন ইমরান খালাসী টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের বাসিন্দা ।
একান্ত সাক্ষাতকারে এই ছাএলীগ নেতা বলেন ,ছাএলীগ আমার প্রাণের সংগঠন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া এশিয়ার বৃহত্তম ছাএ সংগঠন বাংলাদেশ ছাএলীগের একজন সক্রিয় সদস্য হতে পেরে আমি গর্বিত ।আমি আমৃত্যু ছাএলীগ-আওয়ামীলীগের সাথে থাকবো ।