১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১০:৩৫
চার বছরেও সংস্কার হলো না জগদীশ ভবনের
খবরটি শেয়ার করুন:
12

চার বছরেও সংস্কার হল না জগদীশ ভবনের। মুন্সিগঞ্জ জেলার রাড়িখাল গ্রামে বৈজ্ঞানিক স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়িটির করুণ দশা দেখে “হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ”এর পক্ষে এডভোকেট আসাদুজ্জামান বাদী হয়ে ব্যারিস্টার মনজিল মোরসেদ কর্তৃক সরকারের প্রত্নতত্ত্ব অধিদফতরের আওতায় নিয়ে এটি সংস্কার/পুন: নির্মাণের জন্য ২৬ নভেম্বর ২০১৪ তারিখ হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়, অতঃপর ৩০ নভেম্বর/২০১৪ তারিখ সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারপতি মোয়াজ্জেমুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামাল এর হাইকোর্ট বেঞ্চ আবেদনকারীর পক্ষে রায় দেন, রাস্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল জনাব মোতাহার হোসেন সাজু।

প্রত্নতত্ত্ব অধিদফতর ২০১৬ সালে তাঁদের নীল সাইনবোর্ড লাগিয়ে যান, ইতিমধ্যে ভবনের ছাঁদ ভেঙে পুরনো লোহার ভিম যুক্ত করে ছাঁদে লাগানো হয়েছে।

পুনঃ নির্মাণ কাজ পরোপুরি সমাপ্ত না করে ভবনের চারদিকের প্লাস্টার খসা অবস্থায়ই প্রায় চার বছর যাবত পড়ে রয়েছে এতে বৃস্টির পানি চুইয়ে ও আগাছা গজিয়ে ভবনটি এখন মারাত্নক ক্ষতির সম্মুখীন। প্রত্নতত্ব অধিদপ্তর হতে ভবন সংস্কারে কোন খোঁজখবর নেয়া হচ্ছে না।

স্কুল ও কলেজ কর্তৃপক্ষ বার বার যোগাযোগ করেও এ কাজে কোন অগ্রগতি নেই।

বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈত্রিক বাড়ি দেখার জন্য দেশ বিদেশ থেকে বছরে বহু পর্যটক আসছেন, তারাও ভবনের এ চেহারা দেখে মোটেও সন্তুষ্ট হতে পারছেন না।

বিক্রমপুরের ঐতিহ্য রক্ষা হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ বা বাদী এডভোকেট আসাদুজ্জান বা হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর সাথে যোগাযোগ করে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর অবহেলার বিষয়ে দৃস্টি আকর্ষণ করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।