আবহাওয়া অণুকুলে থাকায় চাঁদপুরে এবার রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে। তবে উৎপাদন ভালো হওয়ার পরও এখন দাম নিয়ে শঙ্কিত কৃষকরা। সময় টিভির এক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে।
কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, চাষ সহজলভ্য হওয়ায় বেড়েছে আলু চাষের পরিমাণ।
চারদিকে চলছে আলু তোলার ধুম। চাঁদপুর সদর, হাজীগঞ্জ, কচুয়া, মতলবের বিস্তীর্ণ জমির সব প্রান্তে এখন একই দৃশ্য। বৃষ্টি কিংবা কুয়াশা না থাকায় মৌসুমের আগেই পূর্ণতা পেয়েছে আলু।
প্রতিবেদন থেকে জানা গেছে, উৎপাদন ভালো হওয়ায় কৃষকের চোখে-মুখে এখন হাসির ঝিলিক। চলছে আলু বাছাই ও সংরক্ষণের কাজ। তবে উপযুক্ত দাম নিয়ে কিছুটা শঙ্কিত কৃষকেরা।
এদিকে, গত বছর হেক্টর প্রতি আলুর উৎপাদন হয়েছিল ২১ মেট্রিক টন। এবার তা বাড়বে বলে মনে করেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলী আহম্মদ।
চাঁদপুরে এবার ১৩ হাজার হেক্টর জমিতে ৩ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।