দক্ষিণাঞ্চলের ‘চমরপন্থী অমল বাহিনীর’ প্রধান অমল কৃষ্ণ মণ্ডলকে দুই সহযোগীসহ ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত শনিবার (৫ মার্চ) কৃষ্ণনগর থানা সুদান মণ্ডল ওরফে সুদাং কুমার মণ্ডল (৩৫) ও আব্দুল ওহাব মণ্ডলকে (৩০) গ্রেপ্তার করা হয়।
অমল রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের ভোলানাথ মণ্ডলের ছেলে।
সুদান মণ্ডল কথিত ওই বাহিনীর দ্বিতীয় প্রধান এবং আব্দুল ওহাব মণ্ডল তাদের সহযোগী।
পুলিশ সদর দপ্তরের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে এসপি জানান।
এসপি বলেন, ১৯৯০ সাল থেকে অমল নিজের নামে একটি বাহিনী গড়ে তুলে পাংশা এলাকায় হত্যা, অস্ত্র চাঁদাবাজিসহ নানা ধরনের অত্যাচার নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা রয়েছে।
তাকে ধরার জন্য পুলিশ তৎপর হয়ে উঠলে পালিয়ে ভারত চলে যায় বলে জানান তিনি।
পুলিশ সুপার বলেন, অমল ও তার সহযোগীদের অবস্থান সম্পর্কে সম্প্রতি নদীয়ার কৃষ্ণনগর থানাকে জানানো হয়। তথ্য পাওয়ার পর মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে তারা।
“অমল বাহিনীর আরও কিছু সদস্য নদীয়া জেলায় অবস্থান করার তথ্যও কৃষ্ণনগর থানাকে জানানো হয়েছে।”