মুন্সিগঞ্জ, ১৫ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঘূর্ণিঝড় মোখা নিয়ে সতর্কতার অংশ হিসেবে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জসহ অন্যান্য সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার পর আজ সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে গেল শুক্রবার সন্ধ্যা থেকে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জসহ সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিলো । কিন্তু মোখা বাংলাদেশ অতিক্রম করে যাওয়া এবং আবহাওয়া সংক্রান্ত প্রতিকূল পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।