২০০৪সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ওপর আওয়ামীলীগ আয়োজিত সন্ত্রাস ও দৃর্নীতিবিরোধী বিক্ষোভ সমাবেশ শেষে গ্রেনেড হামলার বর্ষপূর্তীতে গ্রেনেড হামলার প্রতিবাদে আজ ২১অগাষ্ট শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর-গজারিয়া আসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস সমর্থকরা।
বিক্ষোভ মিছিল শেষে সুপারমার্কেট ‘মুক্তিযোদ্ধা চত্বর’ এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসূল সিরাজী রোমান, জেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক হামিদুল হক আজম, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আল মাহমুদ বাবু, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক হারুন উর রশিদ, জেলা তরুণলীগের সভাপতি মৃদুল দেওয়ান, তরুণলীগের সহ-সভাপতি ফরহান গাজী, তরুণলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ হোসেন, কাউন্সিলর জাকির হোসেন, ছাত্রলীগ নেতা আপন দাস, খালিদ হাসান শাওন প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে মিলাদ ও দোয়া প্রার্থনা করা হয় এবং উপস্থিত সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয়।