১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
গর্ভপাত ঘটিয়ে শিশু হত্যা করায় স্ত্রীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে স্বামীর মামলা
খবরটি শেয়ার করুন:

স্বামীর অনুমতি ছাড়া ৬ মাসের অন্তসত্ত্বা স্ত্রী নিজের সন্তানকে ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটিয়ে হত্যা করার অভিযোগে মুন্সীগঞ্জ আদালতে আজ রোববার সি.আর মামলা নং ৪২/১৫ দায়ের করেছে স্বামী মামুন।

মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৬ এর বিচারক মো. জসিমউদ্দিন মামলাটি লৌহজং উপজেলার সমবায় কর্মকর্তাকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, গত ৭ই জানুয়ারি ২০১১ইং সালে লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের আলি হোসেন হাওলাদারের বাহরাইন প্রবাসী ছেলে মামুন হাওলাদারের সাথে একই উপজেলার ঘোলতলী গ্রামের স্থানীয় মেম্বার ফরহাদ মোড়লের মেয়ে মাহমুদা আক্তার ফরিদার পারিবারিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের দু-বছর পর মামুন বাহরাইন থেকে ফিরে তাদের দাম্পত্য জীবন শুরু করেন। দাম্পত্য জীবনের শুরু থেকেই বাচ্চা নিতে আপত্তি করে আসছিলো স্ত্রী ফরিদা। পরে পারিবারিকভাবে তাকে বাচ্চা নিতে রাজি করালেও স্ত্রী ফরিদা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর সাথে বিবাদ করে নিজ পিত্রালয়ে গিয়ে সে তার পেটের ৬ মাসের শিশুকে গর্ভপাত ঘটিয়ে হত্যা করে বলে জানান স্বামী মামুন। গর্ভপাত ঘটনোর পর থেকেই স্ত্রী ফরিদা পিত্রালয়ে অবস্থান করায় স্বামী মামুন দীর্ঘদিন পর স্ত্রীর বাচ্চা হবে আশায় থেকে তার শশুর বাড়ি খোঁজ নিতে থাকে। দশ মাস পার হয়ে গেলেও বাচ্চা ভূমিষ্ট না হওয়ায় পরে খোঁজ নিয়ে জানতে পারেন তার স্ত্রী ৬ মাসের অন্তসত্ত্বা অবস্থায় তাদের সন্তানকে গর্ভপাত ঘটিয়ে হত্যা করেছে।

এ ঘটনায় স্বামী মামুন বাদী হয়ে স্ত্রী, তার দুই ভাই রকি মোড়ল ও রিকু মোড়লের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে এ মামলা দায়ের করেন।

সূত্র: মুন্সীগঞ্জ বার্তা

error: দুঃখিত!