২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:০০
গণতন্ত্রের বিজয় দিবসে গজারিয়ায় র্যালী, অালোচনা সভা
খবরটি শেয়ার করুন:

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন । দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করছে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও শরিক দলগুলো । কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী অনুযায়ী এ উপলক্ষে সমাবেশে র্যালী সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামীলীগ।

এ উপলক্ষে আজ সকালে থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা ভবেরচর ঈদগা প্রাঙ্গণে আসতে থাকে ।

সকাল ১১ টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সোলায়মান দেওয়ান,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,সহ-সভাপতি মহসিন চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বালুয়াকান্দি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাজমুল হোসেন,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আহমেদ, সাবেক ভবেরচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মতি মৃধা,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহ আলম শামীম,বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম,উপজেলা আওয়ামীলীগের সদস্য মমিনুর রহমান,বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান খোকন নেকী,বাউশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, স্বপ্নের ভবেরচরের আহবায়ক মোক্তার হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সাগর, সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন প্রমুখ।

এসময় বক্তারা জামায়াত-বিএনপি জোটের কঠোর সমালোচনা করে বলেন,আজ ঐতিহাসিক ৫ জানুয়ারি ,পঁচাত্তর পরবর্তি সময়ে বালাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন। দু’বছর আগে ২০১৪ সালের এদিনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারি দল আওয়ামীলীগ বিজয়ী হয় এবং তৃতীয়বারের মত সরকার গঠন করে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মনে করে, একাত্তরে যে চেতনা এবং রাজনৈতিক শপথে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল সেই চেতনা এবং মুক্তিযুদ্ধের সমগ্র অর্জন বিলিন করার আকাশ সমান ষড়যন্ত্র থেকেও জাতি রক্ষা পায় এদিন। জাতির কাছে এ দিনটি তাই গণতন্ত্রের বিজয় দিবস।

পরে বেলা ১২ টার সময় নেতা কর্মীরা একটি বর্নাঢ্য র্যালী বের করে। র্যালীটি ভবেরচর বাস স্ট্যান্ড প্রদক্ষিন করে আবার ভবেরচর ঈদগাঁয় এসে শেষ হয়।

error: দুঃখিত!