১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
গজারিয়ায় সড়ক দূর্ঘটনা; ক্রেনদিয়ে বাস উদ্ধার
খবরটি শেয়ার করুন:

রেজাউল হক সাদ্দামঃ মুন্সিগঞ্জের গজারয়া উপজেলার বাউশিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে ।  বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার পাখির মোড়ে কুমিল্লা  থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা এক্সক্লোসিভের (ঢাকা মেট্রো-ব-১১-৫১৪৭) বাসটিকে একটি কন্ট্রেইনার ধাক্কা দেয় ।এতে বাসটি লাইনচ্যুত হয়ে রাস্তা থেকে কিছুটা নিচে পরে যায়।

বাসটিকে ধাক্কা দিয়ে কনটেইনারটি পালিয়ে যায়। এতে হতাহত না হলেও গাড়িরযাত্রিরা ছোট-খাট আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ক্রেনদিয়ে বাসটিকে উদ্ধার করে তাদের নিয়ন্ত্রনে নিয়ে যায়।

ঘটনার সময় দীর্ঘক্ষণ যানজট থাকলেও এখন রাস্তার স্বাভাবিক অবস্থায় রয়েছে।

error: দুঃখিত!