মুন্সিগঞ্জ ১ ডিসেম্বর, ২০১৯, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝী হলেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক মিঠু। তিনি এখানে ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
হোসেন্দী ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক মজনু গত ২৮ সেপ্টেম্বর মারা গেলে হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনের ঘোষনা দেয়া হয়।
উপ নির্বাচনকে কেন্দ্র করে হোসেন্দী ইউনিয়নে সর্বত্র এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত হয়ে পরেছে।
আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্র নেতা হোসেন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল হক মিঠু।
এদিকে, সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্টু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মোবারক প্রধান, হাজী মো: আক্তার হোসেন নিজ নিজ এলাকায় প্রচারণা করছে। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন নানা উন্নয়নমূলক কাজের।
মনিরুল হক মিঠু ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত, ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গজারিয়া উপজেলায় সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
হোসেন্দীর উন্নয়নে আবারো কাজ করতে চান তিনি, কাজ করতে চান আধুনিক একটি ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে।