২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ২:৫০
Search
Close this search box.
Search
Close this search box.
গজারিয়ায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ
খবরটি শেয়ার করুন:

রেজাউল হক সাদ্দামঃ “উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অডিটোরিয়াম কক্ষে ২ দিন ব্যাপি (০৮ ও ০৯ সেপ্টেম্বর) ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

০৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় মুন্সীগঞ্জ ৩ আসনের মাননীয় সাংসদ এডভোকেট মৃনাল কান্তী দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান জনাব রেফায়েত উল্লাহ খাঁন (তোঁতা) ।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস এর সভাপতিত্বে মেলায় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ফারজানা জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাহার সুলতানা, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হেদায়েত উল ইসলাম প্রমুখ।

গজারিয়াস্থ মুন্সীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে  ২০টি স্টল নিয়ে দুইদিন ব্যাপী ডিজিটাল মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ও অনলাইন সংবাদ পোর্টালের স্টল বসে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীসহ হাজারো দর্শনাথী ইন্টারনেটে প্রাপ্ত বিভিন্ন সেবা সম্পর্কে জানতে ভিড় জমায়।

এ মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

error: দুঃখিত!