মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা অন্তর্গত চারদিকে মেঘনা নদী দ্বারা পরিবেষ্টিত অবহেলিত এক জনপথ গুয়াগাছিয়া।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘঠিয়ে স্বাধীনতার ৪৪ বছর পর অবশেষে বিদ্যুৎ পেল গুয়াগাছিয়া ইউনিয়ন বাসী।
আজ সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতায়ন, ইউনিয়ন কমপ্লেক্স ভবন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন,মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ এড.মৃণাল কান্তি দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবা বিলকিস, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গুয়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোজ্জাম্মেল চৌধুরী খোকন ।
এ সময় অন্যান্যদেদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর জিএম মোঃরফিকুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্পেশাল ব্রাঞ্চ) মোঃ আশরাফুজ্জামান, টেংগারচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ জাহান খান, বিশিষ্ঠ শিল্পপতী লাভলু চৌধুরী, মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ, গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ হেদায়েত উল ইসলাম ভুইয়া প্রমুখ।
প্রায় ২৪৪৭০০০০ টাকা ব্যায়ে ২৪.৪৭ কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে ৯টি গ্রামের ২৫১৪ টি পরিবারের মাঝে বিদ্যুত পৌঁছে দিচ্ছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ।
অপর দিকে ৯৬ লক্ষ টাকা ব্যায়ে ইউনিয়ন কমপ্লেক্স ভবন ও ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে রেফায়েত উল্লাহ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দিবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।