২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ২:৩৫
গজারিয়ায় ৩৫৫পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক সম্রাট জান-শরিফ মিয়াকে ৩৫৫ পিছ ইয়াবাসহ আটক করেছে গজারিয়া থানা পুলিশ। আটক জান শরিফ মিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

গজারিয়া থানার এসআই মোঃ সাইদুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে পোড়াচক বাউশিয়া গ্রামে একটি বিয়ে বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে ৩৫৫ পিছ ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান,মাদক ব্যবসায়ী জান-শরিফের নামে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় প্রায় ডজনখানি মামলা রয়েছে। জান-শরিফ প্রায় দীর্ঘ ২৫ বছর যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত।২৫ বছরে পুলিশ তাকে অন্তত ৪০ বারের ও অধিক আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ হেদায়েত-উল-ইসলাম ভুইঞা জানান,আটক জান-শরিফ গজারিয়ার অন্যতম পাইকারি ইয়াবা ও বিভিন্ন মাদক বিক্রেতা।

error: দুঃখিত!