মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি রংধনু সিএনজি পাম্প সংলগ্ন মাঠ থেকে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে দুই’শ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ ।
আটককৃতরা হল নুর মোহাম্মদ রিয়াদ (৩৭), সাইফুল ইসলাম পাভেল (৩৫) । তারা উভয়ে ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গজারিয়া থানার এসআই মো: আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বালুয়াকান্দি রংধনু সিএনজি পাম্প সংলগ্ন মাঠ থেকে দুই’শ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করি ।
ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে গজারিয়া থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল । এই চক্রের বাকী সদস্যদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মো: হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।