কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘পৌরসভা নির্বাচনে এসে খালেদা জিয়া এটা পরিষ্কার করেছেন- গাধা পানি খায় ঘোলা করে। তিনি রাজনীতিকে ঘোলা করেছেন।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
৫ জানুয়ারি বিএনপি ‘বিলাপ দিবস’ পালন করছে দাবি করে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘খালেদা জিয়া ৫ জানুয়ারির আগে তাণ্ডব চালিয়ে নির্বাচন বন্ধ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। আজ আমরা পালন করছি গণতন্ত্রের বিজয় দিবস। আর উনি করছেন বিলাপ দিবস।’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মতিয়া বলেন, ‘আপনি শহীদদের নিয়ে যতোই ধৃষ্ঠতা দেখান না কেন, তারা এ দেশে অমর হয়ে থাকবেন। দেশের ফসলের মাঠ, নদীর স্রোতে তারা চির অম্লান। দেশের জনগণ এই অমরদের কোনোদিন ভুলবে না।’
মতিয়া চৌধুরী বলেন, ‘একাত্তরে মুক্তিযোদ্ধারা কী করেছিলেন আপনি কিভাবে জানবেন। আপনি তো পাকিস্তানের মেহমান ছিলেন। আপনি এখনও পাকিস্তানের মেহমানি ভুলতে পারেননি। তাই পাকিস্তানের অনুচর হিসেবে এদেশে রাজনীতি করার দায়িত্ব আপনার উপর পড়েছে।’
মতিয়া চৌধুরী বলেন, ‘ডাক্তার ভুল করলে একজন মানুষ মারা যায়। আর রাজনীতিবিদ ভুল করলে হাজার হাজার মানুষ মারা যায়। আপনি আজ যাদের নিয়ে সমাবেশ করছেন তারাই সেদিন পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছিল। এখনও সময় আছে গণতন্ত্রের পথে ফিরে আসুন।’
পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের কথা উল্লেখ করে মতিয়া বলেন, ‘আওয়ামী লীগ জিতেছে, জিতবে। আমরা সিটি করপোরেশনে জিতেছি, উপজেলা নির্বাচনে জিতেছি, পৌরসভা নির্বাচনেও জিতেছি। সামনে ইউপি নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে।’
সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এমপি। মঞ্চে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ প্রমুখ।